ব্রাজিল সমর্থকদের উল্লাস

মেসিদের হারে মন ভাঙল আর্জেন্টিনার কোটি সমর্থকের

রায়হান রাজীব | প্রকাশিত: ২৪ নভেম্বর ২০২২, ০৬:৫২

আর্জেন্টিনার হারে ব্রাজিল সমর্থকদের উল্লাস

সৌদি আরবকে কয় গোলে হারাবে আর্জেন্টিনা, তা নিয়ে হিসেব কষছিলেন যারা..তাদের হৃদয় ভেঙেছে। মেসির দল প্রত্যাশা পূরণে ব্যর্থ, উল্টো হতাশাজনক পারফরম্যান্সে মহাচাপে পড়ে গেছে।

কাতার বিশ্বকাপের প্রথম ম্যাচে আর্জেন্টিনার হারে হতাশ দেশের কোটি সমর্থক। বড় পার্দায় খেলা দেখার আনন্দ ভেস্তে গেছে তাদের। তবে, মেসিদের এমন হারে সারা দেশে উল্লাস করেছেন ব্রাজিলের সমর্থকরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে মঙ্গলবার দুপুর থেকে বাধ ভাঙ্গা উচ্ছ্বাস আর্জেন্টিনা-সৌদি আরব খেলা ঘিরে। তিল-ধারনের ঠাঁই নেই। সমর্থকদের বেশিরভাগই আর্জেন্টিনার।

আর্জেন্টিনা সমর্থকদের হতাশার শুরু খেলার দ্বীতিয়ার্ধে। সৌদি আরবের পরপর দুই গোলে ভাটা পড়ে আনন্দে। অবশেষে হারের কষ্ট নিয়েই বাড়ি ফিরতে হয় মেসি সমর্থকদের। তারা জানান, বিশ্বকাপের মঞ্চে মেসি-ডি মারিয়াদের সৌদির বিপক্ষে এমন খেলা হতাশ করেছে।

ম্যাচ শেষে হতাশ এক আর্জেন্টিনা সমর্থক বলেন, এমন হার ব্যাখ্যা করার কোনো ভাষা নেই। এই ম্যাচকে একটা দুর্ঘটনা বলা যেতে পারে। তবে পরের ম্যাচেই আমরা ঘুরে দাঁড়াবো আশা করি। এমনকি আর্জেন্টিনা শেষ ষোলোর টিকেট নিশ্চিত করবে বলেও বিশ্বাস করি।

অন্যদিকে, আর্জেন্টিনা বিরোধীরা অবস্থান নেন সৌদি আরবের পক্ষে। মেসিদের এমন হারে বাধাভাঙ্গা উল্লাসে ফেটে পড়েন ব্রাজিলের সমর্থকরা।

ব্রাজিলিয়ান এক সমর্থক বলেন, সৌদি আরবের মতো অপেক্ষাকৃত কম শক্তিশালী দলের সঙ্গেই আর্জেন্টিনা জিততে পারেনি। সেখানে অন্য দলের সঙ্গে তারা কী খেলবে?

মঙ্গলবার কাতার বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে শুরুতে গোল করে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত পাঁচ মিনিটের ব্যবধানে দুই গোল খেয়ে ২-১ ব্যবধানে হারে আর্জেন্টিনা।

 

 

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top