মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৯ বৈশাখ ১৪৩২

বান্ধবী জর্জিনাকে নিয়ে এক ছাদের নীচে একসঙ্গে থাকবেন

সৌদির কঠোর নিয়ম ভাঙতে যাচ্ছেন রোনালদো

রায়হান রাজীব | প্রকাশিত: ৯ জানুয়ারী ২০২৩, ১০:২৫

বান্ধবীর সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদো

ক্রিস্টিয়ানো রোনালদোর নতুন ঠিকানা এখন সৌদি আরবের ক্লাব আল নাসের। ফুটবল ইতিহাসে সর্বোচ্চ বেতনের রেকর্ড গড়ে সৌদি ক্লাবটিতে পাড়ি জমিয়েছেন সিআর সেভেন। পরিবার নিয়ে স্বভাবতই সৌদিতে থাকবেন তিনি। তবে কিছু জটিলতা থেকে যাচ্ছে।

রোনালদো পরিবার নিয়ে সৌদিতে থাকলে সেটা হবে সৌদির আইন বহির্ভূত। কেননা, বহুদিন ধরেই একসঙ্গে থাকলেও প্রেমিকা জর্জিনা রদ্রিগেজের সঙ্গে আইনত বিবাহ বন্ধনে আবদ্ধ হননি রোনালদো।

এদিকে সৌদির আইন বলে, অবিবাহিত নারী ও পুরুষ এক ছাদের নীচে একসঙ্গে থাকতে পারেন না। তবে রোনালদো এবং জর্জিনা সেই আইন ভাঙতে চলেছেন। তবে তাদেরকে আইন ভাঙার জন্য কোনো সাজা ভোগ করতে হবে না।

গোল ডট কম তাদের এক প্রতিবেদনে জানিয়েছে, অবিবাহিত দম্পতিদের এক সঙ্গে থাকার অনুমতি না থাকা সত্ত্বেও রোনালদো সৌদি আরবে তার বান্ধবী জর্জিনাকে নিয়ে থাকতে পারবেন।

সৌদি আইনজীবীরা নিশ্চিত করেছেন, আইন অবিবাহিত দম্পতিদের একসাথে বসবাস করতে নিষেধ করলেও স্থানীয় কর্তৃপক্ষ রোনালদোর বেলায় ছাড় দিচ্ছে।

আরও পড়তে পারেন>>>শোয়েবের সাথে বিচ্ছেদ গুঞ্জন, মুখ খুললেন সানিয়া

সৌদির আইন বিশেষজ্ঞ জানান, যদিও এই আইনগুলি ব্যবহার করা হয় যখন কোনো সমস্যা বা অপরাধ হয়। যেহেতু তাদের নিজেদের মধ্যে এক সঙ্গে থাকা নিয়ে সমস্যা নেই। তাই তাদের ক্ষেত্রে এই আইনের প্রয়োগ হবে না।

কদিন আগে রিয়াদে আল নাসেরের ভক্তদের কাছে উষ্ণ অভ্যর্থনা পান। তবে অভিষেক পিছিয়েছে নিষেধাজ্ঞার কারণে। ম্যানইউয়ে থাকতে এভারটনের এক ভক্তের ফোন ভেঙে দুই ম্যাচে নিষিদ্ধ আছেন তিনি।

ধারণা করা হচ্ছে, আগামী ২২ জানুয়ারি আল-ইত্তিফাকের বিপক্ষে তার নতুন ক্লাবে অভিষেক হচ্ছে। এর আগে ১০ জানুয়ারি পিএসজির সঙ্গে অলস্টার সৌদি একাদশের হয়েও তাকে খেলতে দেখা যেতে পারে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top