লজ্জার রেকর্ড গড়ে শ্রীলঙ্কার বড় হার

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১৬ জানুয়ারী ২০২৩, ১১:১৬

শ্রীলঙ্কা-ভারত সিরিজ

ভারতের বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৩৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মাত্র ৭৩ রানেই অলআউট হয়ে যায় শ্রীলঙ্কা। বিশাল রানের চাপে মাত্র ২২ ওভার ব্যাটিং করে পুরো দল মিলে তিন অংকের ঘরই স্পর্শ করতে পারেনি।

আরও পড়ুন : মার্টিনেজের অশ্লীল অঙ্গভঙ্গিতে ফিফার পদক্ষেপ

৩১৭ রানের বিশাল ব্যবধানে পরাজয়ের সাথে লঙ্কানরা গড়েছে এক লজ্জার রেকর্ডও। একদিনের ক্রিকেটে রানের হিসেবে সর্বোচ্চ ব্যবধানে পরাজয় ঘটলো তাদের। এর আগে ২০০৮ সালে নিউজিল্যান্ডে ২৯০ রানে হারিয়েছিল আয়ারল্যান্ডকে। যেটা ছিল ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ব্যবধানে জয়ের রেকর্ড।

শুভমান গিলের (১১৬) এবং বিরাট কোহলির দুর্দান্ত সেঞ্চুরির (১৬৬*) ওপর ভর করে ৫ উইকেট হারিয়ে ভারত ৩৯০ রান তোলে।

মোহাম্মদ সিরাজের আগুন ঝরানো বোলিংয়ের সামনে মাত্র ৭৩ রানে শেষ হয়ে যায় শ্রীলঙ্কা। সিরাজ নেন ৪ উইকেট। ২টি করে উইকেট নেন মোহাম্মদ শামি এবং কুলদিপ যাদব।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top