বুধবার, ২ অক্টোবর ২০২৪, ১৭ আশ্বিন ১৪৩১

প্রথমবারের এইচআইভি থেকে সুস্থ হলেন একজন নারী

ইন্টারন্যাশনাল ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২২, ২২:২৫

প্রথমবারের এইচআইভি থেকে সুস্থ হলেন একজন নারী

বিশ্বে মতো কোনো নারী সুস্থ হয়েছেন এইচআইভি থেকে। বুধবার আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

বিশ্বে এ পর্যন্ত তিন জন ব্যক্তি এইচআইভি থেকে সুস্থ হয়েছেন। যুক্তরাষ্ট্রের ওই নারী এদের মধ্যে তৃতীয়। তবে তিনি নারীদের মধ্যে প্রথম। তার লিউকেমিয়ার চিকিৎসা চলছিল। এরই মধ্যে এক ব্যক্তির কাছ থেকে এইডস-সৃষ্টিকারী ভাইরাস প্রাকৃতিকভাবে প্রতিরোধে সক্ষম এমন কোষসহ স্টেম সেল সংগ্রহ করে তার দেহে ট্রান্সপ্ল্যান্ট করা হয়। গত ১৪ মাস ধরে এইচআইভি ভাইরাসমুক্ত রয়েছেন তিনি।

অবশ্য বিশেষজ্ঞরা বলছেন, ব্যবহৃত ট্রান্সপ্লান্ট পদ্ধতিটি নাভির রক্তের সাথে জড়িত। ক্যান্সারের চিকিৎসার অংশ হিসাবে ওই নারীর দেহে নাভির রক্ত প্রতিস্থাপন করা হয়েছিল। এরপর থেকে তার এইচআইভি চিকিৎসার জন্য প্রয়োজনীয় অ্যান্টিরেট্রোভাইরাল থেরাপি নেওয়ার প্রয়োজন হয়নি। অবশ্য এইচআইভি আক্রান্ত বেশিরভাগ লোকের জন্য এই পদ্ধতিটি অনেক বেশি ঝুঁকিপূর্ণ।

মঙ্গলবার ডেনভারে একটি মেডিকেল কনফারেন্সে উপস্থাপন করা হয়েছিল এইচআইভি থেকে সুস্থ হওয়া ওই নারীর বিষয়টি। এতে জানানো হয়েছেম প্রথমবারের মতো এই পদ্ধতিটি এইচআইভির কার্যকরী চিকিৎসা পদ্ধতি হিসাবে ব্যবহৃত হয়েছে।

এনএফ৭১/এনজেএ/২০২২




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top