মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০২৪, ১৯ অগ্রহায়ণ ১৪৩১

ট্রাম্প জিতলে বাংলাদেশের লাভ না ক্ষতি?

রায়হান রাজীব | প্রকাশিত: ৬ নভেম্বর ২০২৪, ১৪:০৭

ছবি: সংগৃহীত

পুরো বিশ্বই রুদ্ধশ্বাসে তাকিয়ে আছে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের ফলাফলের দিকে। ফক্স নিউজ তাদের পূর্বাভাসে বলেছে, ট্রাম্প এখন পর্যন্ত ২৭৭ ইলেক্টোরাল ভোট নিশ্চিত করেছেন। অন্যদিকে কমলার ঝুলিতে ২২৬ ইলেক্টোরাল ভোট।  যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচিত হতে মোট ৫৩৮টি ইলেকটোরাল ভোটের মধ্যে অন্তত ২৭০টি নিশ্চিত করতে হবে।

তবে এ নির্বাচনের ফলে মোড় নেবে বিভিন্ন দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক। এখন প্রশ্ন উঠছে, মার্কিন মুলুকের এ নির্বাচন কি ঢাকা-ওয়াশিংটন ডিসির সম্পর্কে প্রভাব ফেলবে? কারণ অভ্যুত্থান-পরবর্তী বাংলাদেশে অন্তর্র্বতী সরকারের প্রয়োজন অব্যাহত পশ্চিমা সমর্থন। কিন্তু এই নির্বাচনের পর তাতে কী প্রভাব পড়বে, তা নিয়ে বহুমাত্রায় চলছে চুলচেরা বিশ্লেষণ।

বাংলাদেশের দ্বাদশ জাতীয় নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের দৌড়ঝাঁপ আর বর্তমানে অন্তর্র্বতী সরকারের সঙ্গে দেশটির ঘনিষ্ঠ হওয়া থেকে অনেকটাই দৃশ্যমান যে, ঢাকার রাজনীতিতে আগ্রহ রয়েছে ডেমোক্র্যাটদের। তবে রিপাবলিকানরা ক্ষমতায় এলেই বাণিজ্য সম্প্রসারণে মনোযোগী হয়। ফলে বাংলাদেশের রাজনীতিতে কার্যত তাদের আগ্রহ নেই বলে মনে করেন কূটনীতিকরা।

ট্রাম্পের এই বাণিজ্যনীতির উদ্দেশ্য হলো, আমেরিকার উৎপাদনব্যবস্থাকে উৎসাহিত করা। এবারের নির্বাচনে তিনি আবারও সেই পুরোনো স্লোগান নিয়ে এসেছেন, মেক আমেরিকা গ্রেট এগেইন; অর্থাৎ আমেরিকাকে আবার মহান গড়ে তুলুন। এর পাশাপাশি তাঁর নতুন স্লোগান ছিল, ড্রিম বিগ এগেইন। সমর্থকদের তিনি আবারও বড় করে স্বপ্ন দেখতে বলেছেন।

ট্রাম্প তাঁর এক্স বার্তায় ভারতকেও টেনে এনেছেন। বলেছেন, ভারত ও দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর ভালো বন্ধু। এটাও বাংলাদেশের জন্য বড় ধরনের উদ্বেগ সৃষ্টির জন্য যথেষ্ট। আবার সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ তুলে বাংলাদেশ পরিস্থিতিকে তিনি চরম বিশৃঙ্খল বলে মন্তব্য করেছেন। ট্রাম্প বলেছেন, তিনি প্রেসিডেন্ট থাকলে এমনটি হতো না।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top