শনিবার, ৬ ডিসেম্বর ২০২৫, ২২ অগ্রহায়ণ ১৪৩২

কানাডা সিরিয়াকে সুখবর দিল

নিউজ ডেস্ক | প্রকাশিত: ৬ ডিসেম্বর ২০২৫, ১৫:৩৭

সংগৃহীত

সিরিয়ার বর্তমান প্রেসিডেন্ট আহমেদ আল-শারার নেতৃত্বাধীন সরকার কানাডা থেকে সুখবর পেয়েছে। কানাডার পররাষ্ট্র মন্ত্রণালয় শুক্রবার ঘোষণা করেছে, তারা সিরিয়াকে সন্ত্রাসী দেশের তালিকা থেকে বাদ দিয়েছে। এছাড়া বাশার আল-আসাদকে উৎখাত করার চেষ্টা করা বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল-শামকেও (এইচটিএস) সন্ত্রাসী সংগঠন তালিকা থেকে সরানো হয়েছে।

কানাডার পররাষ্ট্রমন্ত্রী অনিতা আনন্দ বলেন, সিরিয়ার অন্তর্বর্তী সরকারের শান্তিপূর্ণ রাজনৈতিক রূপান্তরের পদক্ষেপকে তারা স্বাগত জানাচ্ছে এবং প্রয়োজনে আরও সহযোগিতা করতে প্রস্তুত। কানাডার এই পদক্ষেপ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সিদ্ধান্তের সঙ্গে সঙ্গতিপূর্ণ।

এদিকে, সিরিয়ার সরকারি বাহিনীর নিয়ন্ত্রণাধীন এলাকায় গত এক বছরে ২১টি সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন গ্লোবাল কোয়ালিশন। যুক্তরাজ্যভিত্তিক সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস (এসওএইচআর) জানিয়েছে, এসব অভিযানে ড্রোন ও বিমান হামলার মাধ্যমে আইএসআইএস, হুরাস আল-দিন এবং জয়শ আল-আকসার সদস্য ও নেতাদের লক্ষ্য করা হয়েছে। অভিযানগুলি দেইর ইজ-জোর, রাক্কা, ইদলিব, আলেপ্পো ও দামেস্কের গ্রামাঞ্চলে বিস্তৃত ছিল।

উল্লেখ্য, গত মে মাসে সৌদি আরবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার অন্তর্বর্তী প্রেসিডেন্ট আহমেদ আল-শারাকে আশ্বাস দিয়েছিলেন, যুক্তরাষ্ট্র সিরিয়ার ওপর আরোপিত নিষেধাজ্ঞা তুলে নেবে। তবে সিজার অ্যাক্ট বাতিল করতে কংগ্রেসের অনুমোদন প্রয়োজন।

সিরিয়ার রাজনৈতিক ও সামরিক ক্ষেত্রে এই পদক্ষেপগুলো দেশটির স্থায়ী স্থিতিশীলতার দিকে গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top