আবৃত্তিশিল্পী হাসান আরিফ মারা গেছেন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২ এপ্রিল ২০২২, ০৪:৫২
বরেণ্য আবৃত্তিশিল্পী ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। শুক্রবার (১ এপ্রিল) দুপুর ১টা ৫০ মিনিটে রাজধানীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসান আরিফ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সাবেক সাধারণ সম্পাদক আখতারুজ্জামান।
তিনি বলেন, হাসান আরিফ ভাই রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে অনেকদিন লাইফ সাপোর্টে ছিলেন। দুপুর ১টা ৫০ মিনিটে তিনি না ফেরার দেশে চলে যান।
আবৃত্তিশিল্পী হাসান আরিফ বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের নেতৃত্বে ছিলেন। আশির দশকের মাঝামাঝি থেকে তিনি আবৃত্তি করছেন এবং সাংগঠনিক আবৃত্তিচর্চা ও প্রশিক্ষণে অসামান্য ভূমিকা পালন করেছেন।
এনএফ৭১/এমএ/২০২২
বিষয়: হাসান আরিফ আবৃত্তিশিল্পী
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।