মঙ্গলবার, ২৬ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১

ভৈরবে টিকা জটিলতায় আটকে আছে বিদেশগামীরা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৬ জুলাই ২০২১, ১৭:৫৫

ভৈরবে টিকা জটিলতায় আটকে আছে বিদেশগামীরা

বৈশ্বিক করোনা পরিস্থিতির কারণে বিদেশগামী কর্মীদের টিকা গ্রহণ বা টিকার সনদ বাধ্যতামূলক করছে বিশ্বের অনেক দেশ।

কিন্তু ‘ মোবাইলের ‘সুরক্ষা’ অ্যাপে টিকা নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকায় কিশোরগঞ্জের ভৈরবের বিদেশগামীরা চরম ভোগান্তিতে পড়েছেন। এমন কি দিনের পর দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কিংবা করোনার আইসোলেশন সেন্টারে ঘুরেও মিলছে না এর কোন সমাধান।

অপরদিকে টিকা জটিলতায় ছুটিতে আসা বিদেশ ফেরত প্রবাসী এবং নতুন বিদেশগামীরা পড়েছেন বিপাকে। এদিক-ওদিক ছুটাছুটি করেও টিকা গ্রহণ বা নিবন্ধন করতে না পেরে হতাশায় ভুগছেন তারা। বিশেষ করে যাদের নির্ধারিত ছুটি শেষ হয়ে অতিরিক্ত সময় গড়াচ্ছে, তারাই পড়ছেন সবচেয়েও বেশি বিপাকে। সেই সঙ্গে নতুন বিদেশগামীদের মধ্যে অনেকের ভিসার মেয়াদ প্রায় শেষ হতে চলেছে। ফলে চরম হতাশায় দিন কাটছে তাদের। দ্রুত এ সমস্যা সমাধান না হলে অনেকেই আর্থিকভাবে বড় ধরণের ক্ষতিগ্রস্ত হবেন। শুধু তাই নয়, ছুটিতে দেশে আসা বিদেশ ফেরত প্রবাসীরা হারাবে কর্মস্থলের চাকরি আর নতুন বিদেশগামীদের হবে ভিসা বাতিল। এমন দুশ্চিন্তায় ভুগছেন উপজেলার কয়েক’শ যুবক।

জানা গেছে, গেল ৬ মাসে নতুন এবং নতুন মেয়াদে পুরাতন পাসপোর্ট বই সংগ্রহকারীর সংখ্যা প্রায় ৬শ। এছাড়াও সৌদি আরব ও ইতালিসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ছুটিতে দেশে আসা বিদেশ ফেরত প্রবাসীদের সংখ্যাও কম নয়। ‘ মোবাইলের ‘সুরক্ষা’ অ্যাপে নিবন্ধন করতে না পেরে সমাজের বিশিষ্ট-জনদের দ্বারস্থ হচ্ছেন কেউ কেউ। টিকার জন্য করছেন নানাভাবে তদবির। কিন্তু গেল এক মাসেও এর কোন সমাধান না হওয়া তারা পড়েছেন চরম ভোগান্তিতে।

এনএফ৭১/আরএইচ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top