প্রধানমন্ত্রীর উপহারে অনিয়ম, মাঠে নামছে ৫ টিম
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ জুলাই ২০২১, ১৮:১৭
অতিবৃষ্টিতে দেশের অনেক জায়গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া উপহারের ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এসব ঘর দ্রুতই মেরামতের নির্দেশ দিয়েছেন সরকারপ্রধান।
এছাড়াও কিছু জায়গায় ঘর নির্মাণে অনিয়মও ধরা পড়েছে। আর এই অনিয়ম-অসঙ্গিত ও অগ্রগতি পরিদর্শন করতে এবার মাঠে নামছে পাঁচটি টিম।
শুক্রবার (৯ জুলাই) সকালে টিমগুলো প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সারাদেশের বিভিন্ন জেলার উদ্দেশে যাবে। শনিবার (১০ জুলাই) সারাদিন পরিদর্শন শেষে রাতে ফিরবে এসব টিম। ফিরে এসে এ সংক্রান্ত প্রতিবেদন প্রধানমন্ত্রী বরাবর উপস্থাপন করবেন।
এ ব্যাপারে আশ্রয়ণ-২ প্রকল্পের পরিচালক (অতিরিক্ত সচিব) মাহবুব হোসেন গণমাধ্যমকে বলেন, ইতোমধ্যে আমরা বেশকিছু কেস (ঘটনা) পেয়েছি। প্রতিটি কেসই আমাদের কাছে গুরুত্বপূর্ণ। কারণ প্রতিটি বাড়ির সঙ্গে একেকটি পরিবারের স্বপ্ন জড়িত। এজন্য করোনা মহামারির মধ্যেও আমরা পরিদর্শনে নামছি।
জানা গেছে, খোদ প্রকল্প পরিচালকের নেতৃত্বে উচ্চ পর্যায়ের এসব টিম ঢাকা, রাজশাহী, সিলেট, রংপুর, ময়মনসিংহ বিভাগের বিভিন্ন জেলা-উপজেলা সফর করবেন। ক্ষতিগ্রস্ত ঘর মেরামতের কাজ এবং এ প্রকল্পে কোনো সমস্যা আছে কিনা মাঠ পর্যায়ে পরিদর্শনের মধ্য দিয়ে তা তুলে আনা হবে।
এনএফ৭১/আরএইচ/২০২১ঠ
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।