"সরকার কাউকে ছাড় দেবে না" - বস্ত্র ও পাটমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১২ জুলাই ২০২১, ০২:১৩
‘কারখানা নির্মাণে কোনো অনিয়ম চলবে না। কেউ অনিয়ম করলে আমরা তার শাস্তি চাই। সরকার কাউকে ছাড় দেবে না।’ - এমনটাই বলেছেন বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী। রোববার (১১ জুলাই) রূপগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হাসেম ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের কারখানা পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
বস্ত্রমন্ত্রী বলেন, ‘শ্রমিকদের প্রাণহানি মেনে নেওয়া যায় না। শ্রমিক ভাই-বোনরা দেশের অর্থনীতি সচল রাখছেন। ইতোমধ্যে জেলা প্রশাসন ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমার দাবি, অগ্নিকাণ্ডে নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিন।’
এ সময় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক (ঢাকা বিভাগ) মির্জা আজম এমপি, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক মৃনাল কান্তি দাস এমপি, নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক বাদল, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুসহ স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।
এনএফ৭১/এনজেএ/২০২১
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।