বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১ ডিসেম্বর ২০২১, ০১:০৭

বাসে শিক্ষার্থীদের হাফ ভাড়া কার্যকর

শিক্ষার্থীদের বাসে হাফ ভাড়া কার্যকরের দাবি মেনে নিয়েছেন বাস মালিকরা। মঙ্গলবার (৩০ নভেম্বর) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহ ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।

এদিকে মঙ্গলবার বেলা ১১টায় কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউতে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে নিজেদের সিদ্ধান্তের কথা জানান সড়ক পরিবহণ মালিক সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ। তিনি জানান, মঙ্গলবার থেকেই হাস পাস ভাড়া কার্যকর হবে।

তবে সকাল ৭ টা থেকে রাত ৮ টা পর্যন্তই নেওয়া হবে হাফ ভাড়া। সেই সাথে দেখাতে হবে ছবিযুক্ত পরিচয়পত্র। সপ্তাহিক ও শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটির দিনে নেওয়া হবে না হাফভাড়া। তবে ঢাকার বাইরে এই হাফ পাস কার্যকর নয়।


এনএফ৭১/এনজেএ/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top