ছেলেরা যা পারেনি, মেয়েরা তা করে দেখিয়েছে: প্রধানমন্ত্রী
রায়হান রাজীব | প্রকাশিত: ১০ নভেম্বর ২০২২, ০২:০৫
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমাদের ছেলেরা যা পারেনি, মেয়েরা তা করে দেখিয়েছে। শুনলে ছেলেরা হয়তো একটু রাগ করবে। রাগ করার কিছু নেই। ছেলেদের প্রতিযোগিতা একটু বেশি। বুধবার (৯ নভেম্বর) সকালে সাফজয়ী নারী ফুটবল দলকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
শেখ হাসিনা বলেন, আমাদের মেয়েরা যথেষ্ট ভালো করছে। ২০১৮ সাফ অনূর্ধ্ব-১৮ নারী দল চ্যাম্পিয়নশিপ হয়, ২০২১ সালের অক্টোবরে নারী ক্রিকেট দল টেস্ট স্ট্যাটাস পেয়েছে। তাছাড়া নারী ক্রীড়া দল বিশ্বকাপে অংশ নিয়ে পাকিস্তানকে পরাজিত করেছে। ছেলেরা কিন্তু পারেনি, মেয়েরা পেরেছে।
খেলোয়াড়দের শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, খেলার জগতে আসলেই আমার পরিবারের কথা মনে পড়ে। আমার দাদা ফুটবল খেলতেন, আমার বাবা ফুটবল খেলতেন। আমার দাদা ও আমার বাবা খেলায় প্রতিদ্বন্দ্বী ছিলেন। আমার ভাই শেখ কামাল ফুটবল খেলতেন। জামাল ফুটবল, ক্রিকেট খেলতেন। আমার বাসাটাই ছিল স্পোর্টস জগত। আমার পরিবারটা খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত। আবাহনী ক্রীড়াচক্র যখন তৈরি করা হয় তখন আমরা সাধ্যমতো সহযোগিতা করেছিলাম।
তিনি বলেন, আমাদের ছেলেমেয়েরা যত খেলাধুলা ও সাহিত্য চর্চা করবে তাদের মধ্যে তত দেশপ্রেম গড়ে উঠবে। এ সময় গত ১৪ বছরে ক্রীড়াঙ্গনে যথেষ্ট অর্জন আছে বলে জানান প্রধানমন্ত্রী।
বাচ্চাদের প্রতিদিন খেলাধুলার সুযোগ করে দিতে অভিভাবকদের প্রতি আহ্বান জানান সরকারপ্রধান। তিনি আরও বলেন, যুদ্ধ জয় করেছি, খেলায়ও জিতব; এই মনোবল নিয়ে সবাইকে এগিয়ে যেতে হবে।
এরআগে, ১৯ সেপ্টেম্বর কাঠমান্ডু দশরথ রঙ্গশালা স্টেডিয়ামে সাফ উইমেনস টুর্নামেন্টের ফাইনালে নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল। এজন্য প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে সাফজয়ী খেলোয়াড়রা প্রধানমন্ত্রীর হাতে তাদের চ্যাম্পিয়নস ট্রফি তুলে দেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।