মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ৮ বৈশাখ ১৪৩২

জুনে ঢাকায় আসছে লিওনেল মেসির আর্জেন্টিনা

রাজিউর রাহমান | প্রকাশিত: ১৮ জানুয়ারী ২০২৩, ০৯:৫১

আর্জেন্টিনা ফুটবল দল

আগামী জুনের উইন্ডোতে একটি প্রীতি ম্যাচ খেলতে ঢাকায় আসছে মেসির আর্জেন্টিনা। তবে বিশ্বচ্যাম্পিয়দের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি।  মঙ্গলবার বাফুফে সহ সভাপতি আতাউর রহমান ভূঁইয়া মানিক মেসিদের ঢাকায় আসার খবর নিশ্চিত করে বলেছেন, জুনেই আর্জেন্টিনা ঢাকায় আসছে। এটা মোটামুটি নিশ্চিত। আমরা চাই এবার বিশ্ব চ্যাম্পিয়ন দলটি ঢাকায় একটি প্রীতি ম্যাচ খেলে এখানকার ফুটবলানুরাগীদের মাতিয়ে যাক।

কিন্তু প্রশ্ন হচ্ছে, এবার বঙ্গবন্ধু স্টেডিয়ামে খেলা হবে তো? আশঙ্কার কারণটা একেবারে অমূলক নয়। ভেন্যুটির সংস্কারকাজের যা অবস্থা তাতে এই মাঠে খেলা আয়োজন করা কঠিন। তবে আশার কথা শুনিয়েছেন বাফুফে প্রধান কর্তা সালাউদ্দিন। তিনি বলেছেন, ‘বঙ্গবন্ধু স্টেডিয়ামেই খেলা হবে। জরুরি ভিত্তিতে সব ঠিক করে দিতে আমরা জাতীয় ক্রীড়া পরিষদকে চিঠি দিয়েছি। তারা রাজি হয়েছে।’

এরআগে, ২০১১ সালে মেসির দল ঢাকায় এসেছিল এবং প্রীতি ম্যাচে ৩-১ গোলে হারিয়েছিল নাইজেরিয়াকে। দুর্দান্ত ফর্মে থাকলেও ওই ম্যাচে কোনো গোল করতে পারেননি লিওনেল মেসি। তবে চার জনকে কাটিয়ে দারুন এক ‘মুভ’ উপহার দিয়েছিলেন। এবার তিনি আসছেন বিশ্ব চ্যাম্পিয়ন দলের অধিনায়ক হিসাবে।

ওই ম্যাচটি বঙ্গবন্ধু স্টেডিয়ামে হয়েছিল। এবারও এই মাঠেই ম্যাচটি আয়োজন করতে চায় বাফুফে। তবে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে সংস্কারযজ্ঞ চলছে। তাই ঘরোয়া ফুটবলের খেলাও হচ্ছে অন্যত্র।

ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল আশ্বস্ত করেছেন, আর্জেন্টিনা আসার আগেই আমরা মাঠ প্রস্তুত করে দেবো। আশা করি তার আগেই বঙ্গবন্ধু স্টেডিয়াম খেলার উপযোগী হয়ে যাবে। তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের বাংলাদেশ সফর প্রসঙ্গে আগামীকাল বুধবার দুপুরে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে বাফুফে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top