বৃহঃস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪, ১৬ কার্তিক ১৪৩১

নৌযান শ্রমিকদের কর্মবিরতির হুঁশিয়ারি

নিজস্ব প্রতিনিধি | প্রকাশিত: ১৯ ফেব্রুয়ারী ২০২৩, ০৪:৪২

নৌযান শ্রমিকদের কর্মবিরতির হুঁশিয়ারি

২৪ ফেব্রুয়ারির মধ্যে নৌযান শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ঘোষণা না করলে লাগাতার কর্মবিরতির ঘোষণা দিয়েছে নৌযান শ্রমিক ফেডারেশন।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি মো. শাহ আলম ভূঁইয়া সংবাদমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি বলেন, আমাদের দাবি আদায়ের প্রক্রিয়াটি দীর্ঘদিনের। নতুন মজুরির ঘোষণা আগামী ২৪ ফেব্রুয়ারির মধ্যে না এলে সেদিন রাত ১২টা থেকে লাগাতার কর্মবিরতি পালন করবে সারাদেশের নৌযান শ্রমিকরা।

আরও পড়ুন: মেট্রোরেলের উত্তরা সেন্টার স্টেশনের কার্যক্রম শুরু

তিনি আরও বলেন, নৌযান শ্রমিকদের ন্যূনতম মজুরি ২০ হাজার টাকা ও কর্মক্ষেত্রে মৃত্যুজনিত ক্ষতিপূরণ ১০ লাখ টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে গত ২৬ নভেম্বর রাত ১২টা থেকে লাগাতার কর্মবিরতি শুরু হয়। পরবর্তীতে সরকারের আশ্বাসে আমরা কর্মবিরতি প্রত্যাহার করি। সরকারের পক্ষ থেকে বৈঠকের আয়োজন করে শ্রম অধিদপ্তর, সেখানে বলা হয়, এক মাসের মধ্যে নতুন মজুরি নির্ধারণ করা হবে। কিন্তু এখন পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি।

 




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top