বৃহঃস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫, ১০ বৈশাখ ১৪৩২

ভিপিএন ব্যবহারে সতর্কবার্তা প্রতিমন্ত্রীর

মেহেদী হাসান | প্রকাশিত: ২৯ জুলাই ২০২৪, ১৩:৫৯

ছবি: সংগৃহীত

ভার্চ্যুয়াল প্রাইভেট নেটওয়ার্ক (ভিপিএন) ব্যবহার করছেন অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ থাকায় । গত ২৩জুলাই তারিখে সরকার ব্রডব্যান্ড নেটওয়ার্ক চালু করার সিদ্ধান্ত নেয়। কিন্তু হোয়াটসঅ্যাপ, ফেইসবুক সহ সকল সামাজিক যোগাযোগ মাধ্যম নিষ্ক্রিয় রাখা হয়। এর মাধ্যমে অনেকেই ফেসবুক, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ ও টিকটক চালাচ্ছেন।

ভিপিএন ব্যবহারকারীদের তথ্যের নিরাপত্তা ঝুঁকির বিষয়ে সতর্ক করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তথ্য সুরক্ষার জন্য ভিপিএন ব্যবহার থেকে বিরত থাকার আহ্বান জানান প্রতিমন্ত্রী।

রোববার (২৮জুলাই) বিটিআরসিতে প্রতিমন্ত্রী বলেন, ‘ভিপিএন থেকে বিরত থাকি। তথ্য সুরক্ষার জন্য বিরত থাকি। ভিপিএন যে দিচ্ছে, সে পুরো তথ্য উপাত্ত পাচ্ছে। ভিপিএন চালু রেখে অনলাইন প্ল্যাটফর্মে আর্থিক লেনদেন করলে, গুরুত্বপূর্ণ সংবেদনশীল তথ্য অন্যের কাছে চলে যেতে পারে।’

১৭ জুলাই থেকে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার পর সারাদেশে মোবাইল ফোনে এবং পরদিন থেকে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা বন্ধ হয়। ২৩ জুলাই রাতে সীমিত পরিসরে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা চালু হয়। রোববার ২৮জুলাই বিকাল থেকে মোবাইল ফোনের ইন্টারনেট সেবা পুনরায় চালু হয়।

 



বিষয়: ভিপিএন


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top