বৃহঃস্পতিবার, ৭ আগস্ট ২০২৫, ২৩ শ্রাবণ ১৪৩২

মধ্যস্থতায় ট্রাম্প! এক টেবিলে পুতিন-জেলেনস্কি বৈঠকের প্রস্তুতি

আগামী সপ্তাহেই যুগান্তকারী বৈঠক? ট্রাম্পের মাঝে পুতিন-জেলেনস্কি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ আগষ্ট ২০২৫, ১৬:২৩

ছবি: সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ থামাতে এবার সরাসরি মাঠে নামছেন ডোনাল্ড ট্রাম্প! আগামী সপ্তাহেই হতে পারে যুগান্তকারী বৈঠক—টেবিলের এক পাশে পুতিন, অন্য পাশে জেলেনস্কি, আর মাঝখানে ট্রাম্প!

মস্কোয় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে গোপন বৈঠক করেছেন ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। সেখানে আলোচনা হয় ইউক্রেন যুদ্ধ, কৌশলগত সম্পর্ক এবং একটি সম্ভাব্য যুদ্ধবিরতির রূপরেখা নিয়ে।

ওভাল অফিসে সাংবাদিকদের সামনে ট্রাম্প বলেন—আজ পুতিনের সঙ্গে আমাদের কিছু ভালো আলোচনা হয়েছে। এখন একটা ভালো সম্ভাবনা তৈরি হয়েছে যে যুদ্ধ বন্ধের পথ পাওয়া যেতে পারে।

ইউরোপীয় নেতাদের সঙ্গেও কথা বলেছেন ট্রাম্প। জানিয়ে দিয়েছেন, পুতিনের সঙ্গে তার বৈঠক হতে পারে আগামী সপ্তাহেই। এরপর পরিকল্পনা রয়েছে একটি ত্রিপাক্ষিক বৈঠক—যেখানে ট্রাম্প, পুতিন ও জেলেনস্কি এক টেবিলে বসবেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে।

তবে এখনো স্থান চূড়ান্ত হয়নি। আলোচনা চলছে কয়েকটি সম্ভাব্য ভেন্যু নিয়ে। হোয়াইট হাউজ জানিয়েছে—বৈঠকটি আগামী সপ্তাহেই অথবা তার পরের সপ্তাহে হতে পারে। এই কি সেই মুহূর্ত, যেখানে যুদ্ধ থামবে কূটনীতির টেবিলে? বিশ্ব অপেক্ষা করছে—ট্রাম্প-পুতিন-জেলেনস্কি বৈঠকে কী ঘটে!



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top