রবিবার, ১০ আগস্ট ২০২৫, ২৬ শ্রাবণ ১৪৩২

খাতা চ্যালেঞ্জে ঢাকা বোর্ডে নতুন করে জিপিএ-৫ পেল ২৮৬ জন

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ আগষ্ট ২০২৫, ১৭:০৮

ছবি: সংগৃহীত

ঢাকা বোর্ডের এসএসসি ও সমমান পরীক্ষার খাতা চ্যালেঞ্জের ফলাফল প্রকাশিত হয়েছে— আর সেখানে এসেছে চমকপ্রদ তথ্য!

নতুন করে জিপিএ-৫ পেয়েছে ২৮৬ জন শিক্ষার্থী। এর মধ্যে তিনজন তো ফেল থেকে সরাসরি জিপিএ-৫-এ উঠে এসেছে! এছাড়া ফেল থেকে পাস করেছে আরও ২৯৩ জন।

এবার ঢাকা বোর্ডে ৯২ হাজার ৮৬৩ জন শিক্ষার্থী মোট ২ লাখ ২৩ হাজার ৬৬৪টি খাতা চ্যালেঞ্জ করেছে— যা গত বছরের তুলনায় অনেক বেশি। প্রায় ২১ হাজার বেশি আবেদনকারী এবং ৪০ হাজার বেশি খাতা চ্যালেঞ্জ হয়েছে।

সবচেয়ে বেশি চ্যালেঞ্জ এসেছে গণিতে— প্রায় ৪২ হাজার ৯৩৬টি খাতা! এরপর ইংরেজি প্রথম ও দ্বিতীয় পত্র, পদার্থবিজ্ঞান এবং বাংলা। আর সবচেয়ে কম চ্যালেঞ্জ এসেছে চারু ও কারুকলায়— মাত্র ৬টি খাতা।

তবে মনে রাখতে হবে— পুনর্নিরীক্ষণে খাতা নতুন করে মূল্যায়ন করা হয় না। শুধু নম্বর যোগে ভুল, প্রশ্ন বাদ পড়া, বা ওএমআর শিটে ত্রুটি আছে কি না— তা যাচাই করা হয় এবং প্রয়োজনে সংশোধিত ফল প্রকাশ করা হয়।

এই খাতা চ্যালেঞ্জ বদলে দিয়েছে অনেক শিক্ষার্থীর ভাগ্য— কেউ ফেল থেকে জিপিএ-৫, কেউ ফেল থেকে পাস— যা সবার জন্য এক অনুপ্রেরণার গল্প।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top