সোমবার, ১১ আগস্ট ২০২৫, ২৭ শ্রাবণ ১৪৩২

১৫ আগস্টে বঙ্গবন্ধুর স্মরণে কালো ব্যাজ পরার আহ্বান জেড আই খান পান্নার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ আগষ্ট ২০২৫, ১৬:২৫

ছবি: সংগৃহীত

সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী, মানবাধিকার কর্মী এবং মঞ্চ ৭১ এর সমন্বয়কারী জেড আই খান পান্না ফেসবুক লাইভে দেশবাসীকে ১৫ আগস্ট শোক দিবস যথাযথভাবে পালন করার আহ্বান জানিয়েছেন।

তিনি বলেছেন, ১৫ আগস্ট জাতির জন্য এক গভীর শোকের দিন। এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার পরিবারের সদস্যদের হত্যার স্মরণে সবাই যেন কালো ব্যাচ ধারণ করেন অথবা কালো জামা পরেন।

পান্না বলেন, ‘বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা, যিনি পাকিস্তানের কারাগারে ১৭ বছর কাটিয়েছেন, তবু কখনো হাল ছাড়েননি। তাই তার, বঙ্গমাতা, শেখ কামাল, শেখ জামাল, শেখ নাসের, শেখ রাসেলসহ সকল শহীদের জন্য দেশবাসী যেন অন্তরে দোয়া করেন।’

তিনি আরও বলেন, ‘শোক জানাতে কোনো কবরস্থানে যাওয়া প্রয়োজন নেই। যে যেখানে আছেন, সেখানে বসে অন্তরের শ্রদ্ধা আর ভালোবাসা দিয়ে প্রার্থনা করুন। সেই ভালোবাসা কেউ নষ্ট করতে পারবে না।’

জেড আই খান পান্না সবাইকে অনুরোধ করেছেন, শুধু ১৫ আগস্ট নয়, সারাবছরই এই মহান নেতাদের জন্য দোয়া করবেন এবং বঙ্গবন্ধুর আদর্শের পথে এগিয়ে যাবেন। আমরা সবাই যেন একজোট হয়ে বঙ্গবন্ধুর স্মরণে শোক পালন করি এবং তাঁর স্বপ্নের বাংলাদেশ গঠনে এগিয়ে যাই।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top