জাতীয় নির্বাচনের রোড ম্যাপ আজ ঘোষণা করবে ইসি
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২৫, ১৩:২৭

জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ আজ ঘোষণা করছে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন কমিশন রোড ম্যাপ বা কর্মপরিকল্পনা চূড়ান্ত করেছে। কমিশনের অনুমোদনের পর আজ বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে এটি প্রকাশ করা হবে।
ইসি কর্মকর্তারা জানিয়েছেন, রোড ম্যাপে থাকবে নির্বাচনের প্রস্তুতিমূলক কাজগুলোর সময়সূচি—যেমন আইন সংস্কার, সংসদীয় আসনের সীমানা চূড়ান্তকরণ, নতুন রাজনৈতিক দল ও পর্যবেক্ষক নিবন্ধন, ভোটার তালিকা হালনাগাদ, নির্বাচনি সামগ্রী ক্রয়, ভোটকেন্দ্র নির্ধারণ, কর্মকর্তাদের নিয়োগ ও প্রশিক্ষণসহ সব প্রক্রিয়া। তবে রোড ম্যাপে ভোটের তারিখ বা তফসিল ঘোষণা থাকবে না।
ইসি সূত্র জানিয়েছে—আগামী ডিসেম্বর মাসে তফসিল ঘোষণা করা হবে এবং আগামী বছরের ফেব্রুয়ারির শুরুর দিকে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে।
গতকাল কমিশনের বৈঠক শেষে সিনিয়র সচিব আখতার আহমেদ জানান—আজকের ঘোষণায় আরও কিছু বাড়তি তথ্য দেওয়া হবে। সেপ্টেম্বর থেকে বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে বৈঠকও শুরু করবে কমিশন। কর্মকর্তাদের মতে, এ রোড ম্যাপ ঘোষণার মধ্য দিয়ে নির্বাচনী প্রস্তুতি নিয়ে মানুষের শঙ্কা কিছুটা হলেও কমবে
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।