বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্ক নতুন ধাপে

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২৫, ১৪:৫৯

ছবি: সংগৃহীত

বাংলাদেশ ও পাকিস্তানের সম্পর্ক নতুন ধাপে প্রবেশ করেছে। সম্প্রতি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ঢাকায় সফর করেছেন—১৩ বছরের মধ্যে প্রথমবারের মতো। সফরের সময় ছয়টি ‘দলিল’ স্বাক্ষরিত হয়েছে, যা সম্পর্ক জোরদারের লক্ষ্যে গুরুত্বপূর্ণ ধাপ।

যদিও দুই দেশের মধ্যে ১৯৭১ সালের ঘটনাবলি নিয়ে মতপার্থক্য রয়েছে, পররাষ্ট্রমন্ত্রীর সফর প্রমাণ করে যে, ঐতিহাসিক ট্র্যাজেডি সম্পর্ক উন্নয়নের পথে বাধা হয়ে দাঁড়াবে না। পাকিস্তান ১৯৭৪ সালে বাংলাদেশের স্বীকৃতি দিয়েছে এবং ২০০২ সালে অতীতের জন্য অনুশোচনা প্রকাশ করেছে।

সার্ক পুনরুজ্জীবনের প্রস্তাবও আলোচনা হয়েছে, যদিও ভারতের স্থিতিশীল নীতি এই মুহূর্তে চ্যালেঞ্জ। তবুও, চীন, পাকিস্তান ও বাংলাদেশের ত্রিপক্ষীয় সহযোগিতা আঞ্চলিক অগ্রগতির নতুন পথ তৈরি করছে।

বাংলাদেশ ও পাকিস্তানের কমন ইতিহাস, সংস্কৃতি এবং বাণিজ্যিক সম্পর্ক ব্যবহার করে জনগণের সঙ্গে জনগণের বন্ধন শক্তিশালী করা সম্ভব। আশা করা যায়, পরবর্তী নির্বাচিত সরকারও এই উন্নয়নশীল সম্পর্ককে এগিয়ে নিয়ে যাবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top