বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২৫, ১৬:৩০

ছবি: সংগৃহীত

বাংলাদেশ নির্বাচন কমিশন ঘোষণা করেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ। ২৪ দফা অগ্রাধিকারভিত্তিক কর্মপরিকল্পনা নেওয়া হয়েছে—এর মধ্যে আছে আসনের সীমানা নির্ধারণ, ভোটার তালিকা, রাজনৈতিক দল নিবন্ধন এবং দেশীয় পর্যবেক্ষক সংস্থার অনুমোদন।

ভোট হবে ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে। আর নির্বাচনের তফসিল ঘোষণা হবে এ বছরের ডিসেম্বরের প্রথমার্ধে। আসনের সীমানা গেজেট প্রকাশ হবে ১৫ সেপ্টেম্বর, আর ডিজিটাল জিআইএস ম্যাপ প্রকাশ হবে ৩০ সেপ্টেম্বর।

নতুন রাজনৈতিক দলের প্রাথমিক নিবন্ধনের শেষ সময় ১৪ সেপ্টেম্বর। যাচাই-বাছাই শেষে ৩০ সেপ্টেম্বর চূড়ান্ত প্রজ্ঞাপন জারি করা হবে। এছাড়া কারাবন্দিদের ভোটাধিকার নিশ্চিত করতে ভোটের অন্তত দুই সপ্তাহ আগে ব্যালট পৌঁছে দেওয়া হবে।

নির্বাচনের স্বচ্ছতা নিশ্চিত করতে দেশীয় পর্যবেক্ষক সংস্থার নিবন্ধন শেষ হবে ১৫ নভেম্বরের মধ্যে। নির্বাচন কমিশনের দাবি—এই প্রস্তুতি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন আয়োজনের পথ সুগম করবে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top