বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

লতিফ সিদ্দিকীসহ ১১ জন ডিবি হেফাজতে, ডিআরইউ হট্টগোল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২৫, ১৬:৩৮

ছবি: সংগৃহীত

আওয়ামী লীগের সাবেক মন্ত্রী আব্দুল লতিফ সিদ্দিকী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনসহ অন্তত ১১ জনকে গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়েছে।

দুপুর ১২টার দিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটি থেকে তাদের শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ। পরে জানানো হয়, সবাইকে ডিবি কার্যালয়ে পাঠানো হয়েছে।

এর আগে ডিআরইউতে ‘আমাদের মহান স্বাধীনতাযুদ্ধ ও বাংলাদেশের সংবিধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকের আয়োজন করে ‘মঞ্চ ৭১’। এতে প্রধান অতিথি হিসেবে থাকার কথা ছিল ড. কামাল হোসেনের।

প্রথম বক্তা অধ্যাপক কার্জন বলেন—দেশের সংবিধান ছুড়ে ফেলার পাঁয়তারা চলছে। এর পেছনে জামায়াত-শিবির ও এনসিপি জড়িত।

কিন্তু এর কিছুক্ষণ পরেই ‘জুলাই যোদ্ধা’ ব্যানারে আল আমিন রাসেলের নেতৃত্বে একদল যুবক স্লোগান দিয়ে মিলনায়তনে প্রবেশ করে। তারা ব্যানার ছিঁড়ে ফেলে এবং অংশগ্রহণকারীদের অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লতিফ সিদ্দিকীসহ ১১ জনকে হেফাজতে নেয়।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top