ডাকসু নির্বাচনে সেনা মোতায়েন হবে না : আইএসপিআর
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২৫, ১৬:৪২

ডাকসুসহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের কোনো সুযোগ নেই—এমনটাই জানাল আইএসপিআর।
বুধবার (২৭ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর বলেছে—সম্প্রতি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সেনা মোতায়েনের বিষয়ে যেসব খবর প্রকাশিত হয়েছে, সেগুলো ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
আইএসপিআর স্পষ্ট জানায়—সরকারের পক্ষ থেকে এ বিষয়ে সেনাবাহিনীকে কোনো নির্দেশ দেওয়া হয়নি। ভবিষ্যতেও এ ধরনের কোনো দায়িত্বে সেনাবাহিনী সম্পৃক্ত হবে না।
সংস্থাটি মনে করে—বিদ্যমান আইন-শৃঙ্খলা বাহিনী ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে এই নির্বাচনগুলো শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে। বাংলাদেশ সেনাবাহিনী নির্বাচনের সফলতা কামনা করেছে এবং সবার জন্য শুভকামনাও জানিয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।