বৃহঃস্পতিবার, ২৮ আগস্ট ২০২৫, ১৩ ভাদ্র ১৪৩২

ঢাবি ডাকসু নির্বাচনে ছাত্রদল ঘোষণা ১০ দফা ইশতেহার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ আগষ্ট ২০২৫, ১৬:৪৫

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু ও হল সংসদ নির্বাচনে ১০ দফা ইশতেহার ঘোষণা করেছে ছাত্রদল প্যানেল। আজ ক্যাম্পাসে সংবাদ সম্মেলনে ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এ ঘোষণা দেন।

মূল দিকগুলো হলো: ১. আধুনিক, নিরাপদ ও সন্ত্রাসমুক্ত ক্যাম্পাস গড়ে তোলা। ২. জোরপূর্বক গেস্টরুম-গণরুম সংস্কৃতি বন্ধ করা। ৩. ভর্তির দিন থেকেই প্রত্যেক শিক্ষার্থীর জন্য সিট ও পড়ার টেবিল নিশ্চিত করা। ৪. নারী শিক্ষার্থীদের পোশাকের স্বাধীনতা, যৌন হয়রানি প্রতিরোধ ও ভর্তুকি মূল্যে স্যানিটারি প্যাড সরবরাহ।

৫. প্রতিটি হলে মেডিকেল কর্নার ও জরুরি স্বাস্থ্যসেবা, সঙ্গে শিক্ষার্থীদের স্বাস্থ্য বীমা। ৬. মানসিক সুস্থতার জন্য টিএসসিতে ‘মেন্টাল ওয়েলবিয়িং সেন্টার’। ৭. বিশেষ চাহিদাসম্পন্ন শিক্ষার্থীদের চলাচল ও শিক্ষায় পূর্ণ সহায়তা। ৮. আধুনিক কারিকুলাম, বিশ্বমানের লাইব্রেরি ও ইন্টার্নশিপ সুবিধা। ৯. ফ্রিল্যান্সিং ও চাকরিমুখী কোর্স চালু। ১০. গবেষণায় বরাদ্দ বৃদ্ধি, পিএইচডি-মাস্টার্স গবেষকদের জন্য আবাসন ও ভাতা।

ছাত্রদল প্যানেলের দাবি—এই ঘোষণার মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয় হবে আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব ক্যাম্পাস।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top