ফেব্রুয়ারির নির্বাচন ঠেকানো যাবে না: প্রেস সচিব
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৩

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ঘোষণা করেছেন—ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে, আর পৃথিবীর কোনো শক্তি এই নির্বাচন ঠেকাতে পারবে না।
রবিবার ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে তিনি জানান—উপদেষ্টামণ্ডলীর বৈঠক থেকে স্থানীয় প্রশাসনকে সব পরিস্থিতি মোকাবিলায় সক্রিয় থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি সতর্ক করে বলেন—ঝটিকা মিছিল ও বেআইনি সমাবেশের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এছাড়া আসন্ন দুর্গাপূজা ঘিরে নিরাপত্তা জোরদার ও ধর্মীয় নেতাদের সঙ্গে সমন্বয় রক্ষার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে।
শফিকুল আলম আরও উল্লেখ করেন—পরাজিত শক্তি বেপরোয়া হয়ে শান্তি-শৃঙ্খলা নষ্ট করতে চাইছে। এজন্য নিরাপত্তা বাহিনীর মধ্যে যোগাযোগ ও সহযোগিতা বাড়ানোর নির্দেশও দেওয়া হয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।