ডাকসু-হল সংসদ ভোটে কড়া নিষেধাজ্ঞা ও নিরাপত্তা ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৫, ১২:২০

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ—ডাকসু ও হল সংসদ নির্বাচনে ভোট গ্রহণকালীন বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে চিফ রিটার্নিং অফিসারের কার্যালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে— ভোটকেন্দ্রে প্রবেশের সময় কোনো ভোটার মোবাইল ফোন, ব্যাগ, স্মার্ট ওয়াচ, ইলেকট্রনিক ডিভাইস, পানির বোতল কিংবা তরল পদার্থ নিতে পারবেন না।
এবারের নির্বাচনে ২৮টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে নারী প্রার্থী আছেন ৬২ জন। ভোটার সংখ্যা প্রায় ৪০ হাজার।
ভোট গ্রহণের জন্য নির্ধারিত হয়েছে ৮টি কেন্দ্র ও ৮১০টি বুথ। কর্তৃপক্ষের দাবি— সব ভোটার উপস্থিত হলেও বিকেল ৪টার মধ্যে নির্বিঘ্নে ভোটগ্রহণ শেষ করা সম্ভব।
নিরাপত্তা নিশ্চিত করতে তিন দিনের বিশেষ ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। আজ সোমবার দায়িত্বে থাকবেন ১ হাজার ৪৯১ জন সদস্য, মঙ্গলবার ২ হাজারের বেশি, আর বুধবার থাকবেন ৮১৯ জন। পাশাপাশি মোতায়েন থাকবে গোয়েন্দা পুলিশ, বোম নিষ্ক্রিয়করণ টিম, সোয়াট ও ড্রোন ক্যামেরা।
এদিকে, ভোটের দিনে রিকশা ও মোটরসাইকেল চলবে না, শুধু বিশ্ববিদ্যালয়ের স্টিকারযুক্ত যানবাহন চলাচল করতে পারবে। শিক্ষার্থীদের সুবিধার্থে সকাল থেকে বিকেল পর্যন্ত চালু থাকবে বিশেষ শাটল সার্ভিস।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।