সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

নুরের চিকিৎসা সিঙ্গাপুরে নিতে প্রস্তুতি, অবস্থা স্থিতিশীল

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৫৮

ছবি: সংগৃহীত

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি চলছে। সরকারের উচ্চ পর্যায়ের সহযোগিতা পাওয়া গেছে, আর তার পরিবারের কয়েকজনের পাসপোর্ট করা হচ্ছে। তবে নুর এখনও বিদেশে যাওয়ার বিষয়ে সম্মতি দেননি।

ঢামেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. আসাদুজ্জামান জানিয়েছেন, নুরের শর্ট মেমোরি লস হয়নি। মাথায় আঘাতের রক্তক্ষরণ মোটামুটি ঠিক হয়েছে, অবস্থা স্থিতিশীল এবং ধীরে ধীরে উন্নতি হচ্ছে। আইসিইউ থেকে কেবিনে স্থানান্তরিত হয়েছেন এবং নিয়মিত চিকিৎসা চলছে। নাকে তিনটি আঘাত থাকলেও হাড়ের অবস্থান ঠিক আছে, চোখও ভালো আছে।

পরিবার চাইলে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়া সম্ভব। ঢামেক কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, নুরের চিকিৎসা ও পরীক্ষা-নিরীক্ষা নিয়মিতভাবে করা হচ্ছে। তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।





বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top