সোমবার, ৮ সেপ্টেম্বর ২০২৫, ২৪ ভাদ্র ১৪৩২

দূর্গাপূজায় ভারতে যাবে ১,২০০ টন ইলিশ, আবেদন আহ্বান

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৮ সেপ্টেম্বর ২০২৫, ১৯:০৭

ছবি: সংগৃহীত

দূর্গাপূজা উপলক্ষে এবারও ভারতে যাচ্ছে বাংলাদেশের ইলিশ। বাণিজ্য মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ শর্তসাপেক্ষে রপ্তানির জন্য অনুমোদন দেওয়া হয়েছে।

সরকার আগ্রহী রপ্তানিকারকদের ১১ সেপ্টেম্বর বিকেল ৫টা পর্যন্ত হার্ড কপিতে আবেদন করতে আহ্বান করেছে। আবেদনপত্রের সঙ্গে ট্রেড লাইসেন্স, ইআরসি, আয়কর সনদপত্র, ভ্যাট সার্টিফিকেট, বিক্রয় চুক্তিপত্র ও মৎস্য অধিদপ্তরের লাইসেন্স জমা দিতে হবে।

প্রতি কেজি ইলিশের ন্যূনতম রপ্তানি মূল্য নির্ধারণ করা হয়েছে ১২.৫ মার্কিন ডলার। যারা ইতিমধ্যে আবেদন করেছেন, তাদেরকেও নতুনভাবে আবেদন দাখিল করতে হবে। ভারতের পূজার বাজারে এই ইলিশ রপ্তানি নতুন উৎসাহ যোগ করবে মাছ ব্যবসায়ীদের।





বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top