ডাকসু ভোটে অনিয়মের অভিযোগে উত্তপ্ত ক্যাম্পাস

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩১

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকসু নির্বাচনে অনিয়মের অভিযোগে সরগরম ক্যাম্পাস। ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খানের বিরুদ্ধে নিয়ম ভেঙে ভোটকেন্দ্রে প্রবেশ ও প্রচারণা চালানোর অভিযোগ উঠেছে। তবে ছাত্রদল তা অস্বীকার করেছে।

সংগঠনটির সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছির বলেন, শিবিরের পক্ষ থেকে মিথ্যা অভিযোগ আনা হচ্ছে। আচরণবিধি অনুযায়ী যেকোনো প্রার্থী ভোটকেন্দ্রে প্রবেশ করতে পারেন।

তিনি আরও দাবি করেন, ছাত্রদলের সহায়তা কেন্দ্র নিয়ম মেনে ১০০ মিটার দূরে স্থাপন করা হয়েছে। অন্যদিকে, বৈষম্যবিরোধী শিক্ষার্থী সংসদের ভিপি প্রার্থী আবদুল কাদের নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তার অভিযোগ—প্রার্থীরা ভোটকেন্দ্রের ভেতরে ঢুকে সরাসরি ভোটারদের প্রভাবিত করছেন, অথচ ইসি ও প্রশাসন নীরব দর্শকের মতো আচরণ করছে।

কাদেরের প্রশ্ন, এগুলো কি নির্বাচনী বিধি লঙ্ঘন নয়? এভাবেই ডাকসু নির্বাচন ঘিরে নানা অভিযোগ ও পাল্টা অভিযোগে উত্তেজনা ছড়িয়েছে ক্যাম্পাসে।




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top