ডাকসু ভোট শেষ, ৭০% ভোটগ্রহণে স্বচ্ছতা নিশ্চিত
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ৯ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৯

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ মঙ্গলবার বিকেল ৪টায় আনুষ্ঠানিকভাবে শেষ হয়েছে। তবে ৪টার মধ্যে ভোটকেন্দ্রে উপস্থিত শিক্ষার্থীদেরও ভোট নেওয়া হবে।
এবার ডাকসুর ২৮টি পদে ৪৭১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন, আর ১৮টি হল সংসদের ২৩৪টি পদের জন্য ১ হাজার ৩৫ জন প্রার্থী অংশ নিয়েছেন। একজন ভোটারকে মোট ৪১টি ভোট দিতে হয়েছে। ডাকসু নির্বাচনের জন্য পাঁচ পাতার এবং হল সংসদের জন্য এক পাতার ব্যালট ব্যবহার করা হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান জানিয়েছেন, ভোটগ্রহণে স্বচ্ছতার কোনো ঘাটতি নেই। বিকেল ৩টার দিকে তিনটি কেন্দ্র পরিদর্শনকালে তিনি জানান, বিভিন্ন কেন্দ্রে ইতোমধ্যেই ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে।
সকাল থেকেই শিক্ষার্থীরা উৎসাহ উদ্দীপনায় ভোট দিতে এসেছেন। বিশেষ করে নারী ভোটারদের উপস্থিতি নজরকাড়া ছিল। ভোট শুরুর পর দু-একটি আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠলেও, নির্বাচনী পরিবেশ মোটামুটি সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।