বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫, ২৬ ভাদ্র ১৪৩২

ডাকসুতে অভিনব কারচুপির অভিযোগে ফল বর্জন উমামার

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১০ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৩

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে অভিনব পন্থায় কারচুপি হয়েছে বলে অভিযোগ করেছেন স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা।

বুধবার ভোর ৫টা ৪০ মিনিটে নিজের ফেসবুক স্ট্যাটাসে তিনি লেখেন—কারচুপির নির্বাচনের জন্য ১৪০০ মানুষ মরছে! একই ইতিহাস, একই ব্যবস্থা। অভিনব পন্থায় নির্বাচন কারচুপি হয়েছে। এটি বাংলাদেশের ইতিহাসের এক কালো রাত হয়ে থাকবে। নিজেদের হীনস্বার্থের জন্য ইসলামি ছাত্রশিবির জাতির সাথে বেঈমানি করেছে।

এর আগে মঙ্গলবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে দেওয়া আরেক পোস্টে উমামা ডাকসু নির্বাচনের ফলাফল বর্জনের ঘোষণা দেন।

সেখানে তিনি লেখেন—বয়কট! বয়কট! ডাকসু বর্জন করলাম। সম্পূর্ণ নির্লজ্জ কারচুপির নির্বাচন। ৫ আগস্টের পরে জাতিকে আরেকটি লজ্জা উপহার দিল ঢাবি প্রশাসন। শিবির পালিত প্রশাসন। ডাকসু নির্বাচনের ফল ঘোষণার পরপরই উমামা এভাবে তার ক্ষোভ প্রকাশ করেন সামাজিক যোগাযোগমাধ্যমে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top