দুর্গাপূজায় ভারতে যাবে বাংলাদেশের ১২০০ টন ইলিশ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৩:৪৭

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে যাচ্ছে ইলিশ। অন্তর্বর্তীকালীন সরকার শর্তসাপেক্ষে ১ হাজার ২০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে।
পশ্চিমবঙ্গে স্থানীয়ভাবে ইলিশ ধরা হলেও বিপুল চাহিদা মেটানো সম্ভব হয় না। তাই প্রতিবছর দুর্গাপূজার আগে ব্যবসায়ীরা বাংলাদেশ সরকারের কাছে বিশেষ অনুমতি চান। এবারও সে আবেদন মঞ্জুর হয়েছে।
পশ্চিমবঙ্গের সাধারণ মানুষ ও আমদানিকারকরা এ সিদ্ধান্তে খুশি। তাদের মতে, বাংলাদেশি ইলিশ দুই বাংলার সম্পর্ক আরও ঘনিষ্ঠ করছে।
২০১৪ সালে স্থানীয় চাহিদার কারণে ইলিশ রপ্তানি বন্ধ হলেও ২০১৯ সাল থেকে দুর্গাপূজার আগে আবার ভারতে ইলিশ পাঠানো শুরু হয়। গত বছর ৩ হাজার টনের অনুমতি দিলেও পরে কমিয়ে আনা হয়েছিল ২ হাজার ৪২০ টনে।
এবার রপ্তানি মূল্য ধরা হয়েছে প্রতি কেজিতে অন্তত ১২ দশমিক ৫ মার্কিন ডলার। আগ্রহী রপ্তানিকারকদের ১১ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। বাংলাদেশি ইলিশের স্বাদে মেতে উঠতে এখন অপেক্ষায় পশ্চিমবঙ্গবাসী।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।