বৃহঃস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের সঙ্গে ১ লাখ কোটি টাকার এলএনজি চুক্তি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৪:০০

ছবি: সংগৃহীত

বাংলাদেশ যুক্তরাষ্ট্রের বহুজাতিক কোম্পানি এক্সিলারেট এনার্জির সঙ্গে ১৫ বছরের জন্য ১ লাখ কোটি টাকার এলএনজি আমদানি চুক্তি করেছে। এই চুক্তির আওতায় কোম্পানি ধাপে ধাপে ২০৪০ সাল পর্যন্ত দেশে এলএনজি সরবরাহ করবে। ২০২৬-২৭ সালে ২৮টি কার্গো এবং ২০২৮ থেকে ২০৪০ সাল পর্যন্ত বছরে ১৬টি করে কার্গো আসবে।

চুক্তি স্বাক্ষরের আগে এক্সিলারেট এনার্জির স্ট্র্যাটেজিক অ্যাডভাইজর হিসেবে কাজ করছেন পিটার ডি হাস, যিনি একসময় ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ছিলেন।

সরকারের উদ্দেশ্য হলো দেশে গ্যাস সংকট কমানো এবং বাণিজ্য ঘাটতি হ্রাস করা। দীর্ঘমেয়াদি চুক্তির পাশাপাশি কোম্পানি স্পট মার্কেট থেকেও এলএনজি সরবরাহ করছে।

এ লেনদেনের ফলে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে জ্বালানি খাতে সহযোগিতা আরও শক্তিশালী হবে। এটাই ছিল বাংলাদেশ সরকারের ১ লাখ কোটি টাকার এলএনজি চুক্তির সংক্ষিপ্ত বিবরণ। বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।

 



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top