বৃহঃস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫, ২৭ ভাদ্র ১৪৩২

কুড়িলে বেতন-ভাতার দাবিতে গার্মেন্টস শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩৬

ছবি: সংগৃহীত

রাজধানীর কুড়িলে আবারও বেতন-ভাতার দাবিতে সড়ক অবরোধ করেছেন ইউরোজোন ফ্যাশন গার্মেন্টসের শ্রমিকরা। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে প্রায় ৫০০ থেকে ৬০০ শ্রমিক কুড়িল-বাড্ডা সড়কে ইনকামিং ও আউটগোয়িং উভয় লেন বন্ধ করে দেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গুলশান ট্রাফিক বিভাগ তাদের ফেসবুক পেজে জানিয়েছে, কুড়িল থেকে বাড্ডা ও বাড্ডা থেকে কুড়িলমুখী যান চলাচল সম্পূর্ণ বন্ধ রয়েছে। একই সঙ্গে এয়ারপোর্ট রোডে ঢাকা-উত্তরা-ময়মনসিংহ মহাসড়কের উভয় দিকে আরও প্রায় ২০০ শ্রমিক অবস্থান নিয়ে অবরোধ করছেন।

এর ফলে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বসুন্ধরা আবাসিক এলাকা, কুড়িল বিশ্বরোড, শেওড়া এবং এয়ারপোর্ট গোলচত্বর পর্যন্ত যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে। অফিসগামী ও স্কুলগামী যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছেন।

শ্রমিকরা অভিযোগ করেন, তাদের কয়েক মাসের বকেয়া বেতন ও প্রভিডেন্ট ফান্ডসহ অন্যান্য পাওনা পরিশোধ করা হয়নি। তাই তারা পুনরায় আন্দোলনে নেমেছেন। উল্লেখ্য, কয়েকদিন আগেও একই দাবিতে শ্রমিকরা সড়ক অবরোধ করেছিলেন।

ট্রাফিক বিভাগ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ চলছে। তবে বিক্ষোভ অব্যাহত থাকায় বিকল্প রুটগুলোতেও গাড়ির চাপ বেড়েছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top