সংস্কারের সাফল্যের ওপরই নির্ভর করছে ভবিষ্যৎ: আলী রীয়াজ
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:০৭

বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করছে সংস্কার প্রক্রিয়ার সাফল্যের ওপর— এমন মন্তব্য করেছেন জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ।
আজ বৃহস্পতিবার সকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জুলাই জাতীয় সনদ ২০২৫ বাস্তবায়নের উপায় নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বৈঠকে এ কথা বলেন তিনি।
ড. আলী রীয়াজ জানান, সংস্কার প্রক্রিয়া সফলভাবে বাস্তবায়নে সবার সহযোগিতা প্রয়োজন। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকলেও বেশিরভাগ ক্ষেত্রে ঐকমত্য পাওয়া গেছে।
তিনি আরও বলেন, ঐকমত্য কমিশন কাউকে কিছু চাপিয়ে দেবে না, সরকারের সিদ্ধান্ত হবে রাজনৈতিক দলগুলোর মতামতের ভিত্তিতে। পাশাপাশি বিশেষজ্ঞদের মতামতও নেওয়া হয়েছে। ড. রীয়াজের মতে, সংস্কার প্রক্রিয়াই এখন বাংলাদেশের অগ্রগতির মূল চাবিকাঠি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।