রাজধানীর উত্তরায় সমন্বয়ক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে ফারিয়া আক্তার তমাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ জানায়, তারা ব্যবসায়ীর বাসায় প্রবেশ করে মামলা থেকে অব্যাহতি পাইয়ে দেওয়ার নামে ১০ লাখ টাকা দাবি করেন। শেষ পর্যন্ত ভুক্তভোগীর কাছ থেকে সাড়ে পাঁচ লাখ টাকা নেন এবং বাকি টাকার জন্য হুমকি দেন।
গ্রেপ্তারকৃতরা হলেন ফারিয়া আক্তার তমা, এ এইচ এম নোমান রেজা ও তানজিল হোসেন। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে চার লাখ ৩০ হাজার টাকা।
উত্তরা পশ্চিম থানায় দায়ের হওয়া মামলায় তিনজনকে আদালতে হাজির করা হলে তাদের কারাগারে পাঠানো হয়।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, নোমান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা। তার বিরুদ্ধে ব্যবসায়ীদের ভয় দেখিয়ে চাঁদাবাজির একাধিক অভিযোগ রয়েছে। ভুক্তভোগীদের দাবি, সমন্বয়ক পরিচয়ে এসব চক্র দুই লাখ থেকে ১০ লাখ টাকা পর্যন্ত চাঁদাবাজি করেছে।
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।