দেশে শক্তিশালী বৃষ্টিবলয়ে প্রবেশ করেছে: আবহাওয়া অধিদফতরের সতর্কতা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫৮

বাংলাদেশ শক্তিশালী বৃষ্টিবলয়ে প্রবেশ করেছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া পর্যবেক্ষণ টিম। তাদের দেওয়া তথ্যে জানা গেছে, এই বৃষ্টিবলয়ের প্রভাব থাকতে পারে আগামী ১৯ সেপ্টেম্বর পর্যন্ত।
প্রতিবেদনে বলা হয়, এটি এ বছরের বারোতম বৃষ্টিবলয়। এর ফলে দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি বর্ষণ এবং কোথাও কোথাও অতি ভারী বর্ষণ হতে পারে।
বিশেষ করে রংপুর, ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগে বৃষ্টিবলয় সক্রিয় থাকবে বলে ধারণা করা হচ্ছে। তবে সবচেয়ে বেশি প্রভাব পড়বে উপকূলীয় অঞ্চলগুলোতে, যেখানে একটানা বৃষ্টিপাত হতে পারে।
অন্যদিকে, ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশালসহ অন্যান্য অঞ্চলে হালকা অথবা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অফিস জানিয়েছে, এ বৃষ্টিবলয়ে সাধারণত দুপুর থেকে শুরু হয়ে পরদিন সকাল পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তবে মুষলধারে একটানা না হয়ে থেমে থেমে বৃষ্টিপাত হবে।
আবহাওয়াবিদরা সতর্ক করে বলেছেন, দক্ষিণাঞ্চলের নিচু জায়গাগুলোতে পানি জমে তলিয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে। একইসাথে পাহাড়ধসের আশঙ্কা রয়েছে পার্বত্য অঞ্চলে।
তাই জনগণকে সতর্ক থেকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।