তরুণরাই ইতিহাস রচনা করেছে: ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৭

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন— যুগে যুগে তরুণরাই ইতিহাস রচনা করেছে। সোমবার সকালে প্রধান উপদেষ্টার কার্যালয়ের শাপলা হলে ‘ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫’ প্রদান অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
তিনি বলেন— তরুণরা আজ শুধু শিক্ষাক্ষেত্রে নয়, স্বাস্থ্য, পরিবেশ, দারিদ্র্য বিমোচন ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায়ও নেতৃত্ব দিচ্ছে। চব্বিশের গণ-অভ্যুত্থানও তরুণদের নেতৃত্বে হয়েছে।
ড. ইউনূস জানান— স্বেচ্ছাসেবা কেবল মানবকল্যাণ নয়, বরং আত্মোন্নয়ন ও নেতৃত্ব গঠনের পথ। তিনি আহ্বান জানান তরুণদের সমাজের নীতি নির্ধারক ও পরিবর্তনের স্থপতি হওয়ার জন্য।
এ বছর পাঁচটি ক্যাটাগরিতে ১২ জন যুব উদ্যোক্তা এই সম্মাননা পেয়েছেন। পুরস্কার হিসেবে দেওয়া হয়েছে এক লাখ টাকার প্রাইজবন্ড, ক্রেস্ট এবং সার্টিফিকেট।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।