জামায়াতের আন্দোলন থেকে সরে এল এনসিপি: কেন এই ফাটল?
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৮

বাংলাদেশের রাজনীতিতে নতুন করে তৈরি হয়েছে এক টানাপোড়েন। সংস্কার ও নির্বাচন ইস্যুতে জামায়াতে ইসলামী এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মধ্যে যে ঐকমত্যের আভাস ছিল, তাতে স্পষ্ট ফাটল ধরেছে।
সম্প্রতি জামায়াত, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও খেলাফত মজলিস সংখ্যানুপাতিক পদ্ধতিসহ বিভিন্ন দাবিতে দেশব্যাপী তিন দিনের অভিন্ন কর্মসূচি ঘোষণা করে। কিন্তু শেষ মুহূর্তে এই আন্দোলন থেকে সরে আসে এনসিপি, গণঅধিকার পরিষদ এবং এবি পার্টি।
এনসিপির কেন্দ্রীয় কমিটির নেতারা জানিয়েছেন, সংস্কারের কিছু দাবিতে মতপার্থক্য এবং নির্বাচনি জোট নিয়ে অস্পষ্টতা থাকায় তারা এখনই জামায়াতের সঙ্গে যুগপৎ আন্দোলনে যাচ্ছেন না। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, এটি এনসিপির একটি কৌশলগত অবস্থান। ভোটের সময় ঘনিয়ে এলে এই অবস্থানে পরিবর্তনও আসতে পারে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।