অভিন্ন দাবিতে মাঠে নামছে ৩ ইসলামপন্থি দল
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর ২০২৫, ১২:৪৮

বাংলাদেশের রাজনীতিতে আবারও নতুন মোড়। সংখ্যানুপাতিক পদ্ধতি প্রবর্তন ও জুলাই জাতীয় সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবিতে অভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে তিনটি ইসলামপন্থী রাজনৈতিক দল। জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং খেলাফত মজলিস - এই তিন দল মিলে ঢাকাসহ সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে।
তাদের ঘোষিত কর্মসূচি অনুযায়ী, আগামী বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ঢাকায় বিক্ষোভ মিছিল হবে। এরপর ১৯ সেপ্টেম্বর বিভাগীয় শহরে এবং ২৬ সেপ্টেম্বর জেলা ও উপজেলা পর্যায়ে কর্মসূচি পালন করা হবে।
জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন, জুলাই সনদকে আইনগত ভিত্তি দেওয়া ছাড়া অভ্যুত্থানের অর্জন ব্যর্থ হবে। অন্যদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম হুঁশিয়ারি দিয়েছেন, দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচি আসবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।