দুর্গাপূজায় ভারতে প্রথম চালানে গেলো ৩৭ টন ইলিশ
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:০১

আসন্ন দুর্গাপূজাকে ঘিরে এ বছর ভারতে ১২০০ টন ইলিশ রফতানির অনুমতি পেয়েছে ৩৭ প্রতিষ্ঠান। এরই মধ্যে বেনাপোল স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে রফতানি কার্যক্রম।
বুধবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ১টার দিকে ছয়টি প্রতিষ্ঠান প্রথম চালানে ৩৭ হাজার ৪৬০ কেজি (প্রায় সাড়ে ৩৭ টন) ইলিশ ভারতে পাঠায়। প্রতিকেজি ইলিশের রফতানি মূল্য ধরা হয়েছে ১২ ডলার ৫০ সেন্ট, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ হাজার ৫২৫ টাকা।
বেনাপোল স্থলবন্দরের মৎস্য পরিদর্শন ও মাননিয়ন্ত্রণ কেন্দ্রের ফিসারিজ কোয়ারেন্টাইন অফিসার সজিব সাহা জানান, মান পরীক্ষার পর রফতানির অনুমতি দেওয়া হয়েছে। তিনি বলেন, গত বছর ২ হাজার ৪২০ টন ইলিশ রফতানির অনুমতি থাকলেও বেনাপোল বন্দর দিয়ে রফতানি হয়েছিল মাত্র ৫৩২ টন।
জানা গেছে, দুর্গাপূজায় ভারতের বাজারে ইলিশের ব্যাপক চাহিদা থাকে। দুই বাংলার বাঙালির কাছে পদ্মার ইলিশের স্বাদ অতুলনীয় হওয়ায় উৎসব ঘিরে এর কদর বেড়ে যায়। এজন্য ২০১৯ সাল থেকে বিশেষ বিবেচনায় প্রতিবছর সীমিত আকারে ইলিশ রফতানির অনুমতি দিয়ে আসছে বাংলাদেশ সরকার।
এবারও ব্যবসায়ীদের অনুরোধে অন্তবর্তী সরকার ১২০০ টন ইলিশ রফতানির অনুমতি দিয়েছে ৩৭ প্রতিষ্ঠানকে। আগামী ৫ অক্টোবরের মধ্যে রফতানি শেষ করতে নির্দেশ দিয়েছে মৎস্য অধিদপ্তর।
তবে ইলিশ রফতানির খবর ছড়িয়ে পড়ার পর দেশের বাজারে এর প্রভাব পড়তে শুরু করেছে। ক্রেতারা অভিযোগ করছেন, এক মাস আগেও প্রতিকেজি ইলিশ ১ হাজার ৪০০ থেকে ১ হাজার ৫০০ টাকায় মিললেও এখন তা বেড়ে ২ হাজার ২০০ থেকে ২ হাজার ৫০০ টাকায় বিক্রি হচ্ছে।
সাধারণ ক্রেতা রহমত বলেন, ভারতে ১ হাজার ৫২৫ টাকা দরে ইলিশ বিক্রি হচ্ছে, আর দেশের মানুষকে কিনতে হচ্ছে অনেক বেশি দামে।
বেনাপোল বাজারের ইলিশ বিক্রেতা শহিদ জানান, সরবরাহ কম থাকায় বাজারে দাম বেড়েছে। রফতানির বিষয়টিও এর সঙ্গে যুক্ত হয়েছে।
অন্যদিকে রফতানিকারক সাইফুল ইসলাম বলেন, ইলিশ রফতানি দুই দেশের বাণিজ্য সম্পর্ক আরও জোরদার করবে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।