রমজানের আগেই বিশ্বাসযোগ্য নির্বাচন: প্রধান উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:২০

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারি মাসে রমজানের আগেই দেশে একটি বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে। মঙ্গলবার সন্ধ্যায় আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভার সঙ্গে ভিডিও কলে এই তথ্য জানান তিনি।
বাসস-এর প্রতিবেদনে বলা হয়েছে, ড. ইউনূস আইএমএফ প্রধানকে আশ্বস্ত করেছেন যে অন্তর্বর্তী সরকার সময়মতো ও বিশ্বাসযোগ্য নির্বাচন আয়োজনে অঙ্গীকারবদ্ধ। তিনি জানান, নির্বাচনের পর তিনি তার আগের পেশায় ফিরে যাবেন।
এই ফোনালাপে আইএমএফ প্রধান বাংলাদেশের অর্থনীতির ঘুরে দাঁড়ানোর ভূয়সী প্রশংসা করে বলেন, অধ্যাপক ইউনূস দায়িত্ব নেওয়ার পর দেশের অর্থনীতি উল্লেখযোগ্যভাবে উন্নতি করেছে এবং এটি তার নিজেরই কৃতিত্ব।
ড. ইউনূস জানান, তারা একটি বিধ্বস্ত ও সম্পূর্ণ ভেঙে পড়া অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণের জন্য সরকার ব্যাংকিং খাত পুনর্গঠন ও রাজস্ব সংগ্রহ জোরদারের মতো বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। আইএমএফ প্রধানও বাংলাদেশের অর্থনীতিতে সাহসী সংস্কারের ওপর জোর দেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।