পূজা ও উৎসব মিলে শিক্ষার্থীদের টানা ১২ দিনের ছুটি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ১৪:১২

ছবি: সংগৃহীত

সামনে আসছে শারদীয় দুর্গাপূজা, আর এই উপলক্ষে দেশজুড়ে স্কুল-কলেজগুলোতে শুরু হচ্ছে লম্বা ছুটি। আগামী ২৬ সেপ্টেম্বর থেকে টানা ১২ দিনের ছুটি পেতে যাচ্ছেন শিক্ষার্থীরা।

শিক্ষা ক্যালেন্ডার অনুযায়ী, ২৬ ও ২৭ সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটির পর ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হয়ে ৭ অক্টোবর পর্যন্ত চলবে এই ছুটি। এর মধ্যে দুর্গাপূজা ছাড়াও ফাতেহা-ই-ইয়াজ দাহম, প্রবারণা পূর্ণিমা এবং শ্রী শ্রী লক্ষ্মীপূজার মতো আরও কয়েকটি উৎসব রয়েছে।

এক্ষেত্রে শিক্ষার্থীদের জন্য বাড়তি আনন্দ হলো, মূল ছুটির আগে দুদিনের সাপ্তাহিক ছুটি থাকায় তারা কার্যত টানা ১২ দিনের বিরতি পাচ্ছেন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের সব প্রতিষ্ঠানকে শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদিত ছুটির তালিকা মেনে চলতে হবে। তবে বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে ছুটির সিদ্ধান্ত নির্ভর করবে তাদের নিজস্ব সিন্ডিকেট সভার ওপর।

শিক্ষার্থীদের পাশাপাশি সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও এই উৎসবে লম্বা ছুটি পাচ্ছেন। ১ ও ২ অক্টোবর দুর্গাপূজার ছুটি এবং তার সাথে ৩ ও ৪ অক্টোবর সাপ্তাহিক ছুটি থাকায় তারা টানা চার দিনের বিরতি উপভোগ করতে পারবেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top