শেখ হাসিনার বিরুদ্ধে আজ নাহিদ ইসলামের সাক্ষ্য! কী হতে পারে?

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৫

ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আজ জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলামের অবশিষ্ট সাক্ষ্যগ্রহণ চলছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজার প্যানেলে এই সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে, গতকাল নাহিদের সাক্ষ্যগ্রহণ শুরু হলেও তা শেষ না হওয়ায় আজকের জন্য মুলতবি করা হয়। সাক্ষ্যগ্রহণের পর নাহিদ ইসলামকে জেরা করবেন শেখ হাসিনা ও কামালের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী।

এই মামলার বিচার প্রক্রিয়ায় ইতিমধ্যে দৈনিক আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান এবং সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল-মামুন সাক্ষ্য দিয়েছেন। মামুনের সাক্ষ্যে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের নির্দেশে গণহত্যা চালানো হয়েছিল বলে তিনি জানান।

মামলার সাক্ষীরা তাদের জবানবন্দিতে গত বছরের জুলাই-আগস্টের আন্দোলনের সময় দেশজুড়ে চালানো হত্যাযজ্ঞের বীভৎস বর্ণনা দিয়েছেন। তারা শেখ হাসিনা, কামালসহ জড়িত সবার দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন। এই মামলার আনুষ্ঠানিক অভিযোগে ৮১ জন সাক্ষী রয়েছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top