জাতিসংঘ অধিবেশনে বাংলায় ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ইউনূস
আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ২৬ সেপ্টেম্বর ২০২৫, ২১:৪১

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮০তম অধিবেশনে বাংলায় ভাষণ দিচ্ছেন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
নির্ধারিত সূচি অনুযায়ী, নিউইয়র্ক সময় শুক্রবার সকাল ৯টায় তিনি দিনের ১০তম বক্তা হিসেবে অধিবেশনে বক্তব্য রাখেন।
ভাষণে প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের নেওয়া বিভিন্ন সংস্কার কার্যক্রম তুলে ধরেন। তিনি উল্লেখ করেন ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যুত্থানের লক্ষ্য বাস্তবায়নের অঙ্গীকার, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু জাতীয় নির্বাচন আয়োজনের প্রতিশ্রুতি এবং জুলাই হত্যাকাণ্ডের বিচার নিশ্চিতকরণের অঙ্গীকার।
এছাড়া রোহিঙ্গা সঙ্কটের টেকসই সমাধান নিয়েও বক্তব্য দেন তিনি।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।