স্বচ্ছতা ও জবাবদিহিতা ফেরাতে চলছে প্রতিষ্ঠানিক সংস্কার: ড. ইউনূস
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৫১

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস জাতির সামনে তুলে ধরলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের গুরুত্বপূর্ণ অঙ্গীকার।
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে ভাষণে তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের প্রস্তুতি চলছে। পাশাপাশি, স্বচ্ছতা, জবাবদিহিতা ও আইনের শাসন নিশ্চিত করতে চলছে নিরবচ্ছিন্ন নাগরিকবান্ধব সংস্কার।
অধ্যাপক ইউনূস স্মরণ করেন, সাম্য ও ন্যায়বিচারের জন্য একাত্তরে জন্ম নেওয়া বাংলাদেশ বারবার বাধার সম্মুখীন হয়েছে। তবে জুলাই গণঅভ্যুত্থান স্বৈরাচারকে পরাভূত করে বৈষম্যমুক্ত সমাজ গড়ার নতুন পথ দেখিয়েছে।
জনগণের আকাঙ্ক্ষা পূরণে, ক্ষমতার ভারসাম্য আনতে ১১টি স্বাধীন সংস্কার কমিশন গঠন করা হয়। তাদের সুপারিশগুলো বাস্তবায়নে একটি জাতীয় ঐক্যমত্য কমিশন ৩০টিরও বেশি রাজনৈতিক দল ও জোটকে নিয়ে আলোচনা করেছে।
এই অন্তর্ভুক্তিমূলক পদক্ষেপ সফল হয়েছে। রাজনৈতিক দলগুলো মিলে ‘জুলাই ঘোষণা’-র মাধ্যমে এই সংস্কার কার্যক্রমের প্রতি সময়াবদ্ধ অঙ্গীকার ব্যক্ত করেছে। অর্থাৎ, আগামীতে যেই সরকারই আসুক, সংস্কার বাস্তবায়ন হবেই।
লক্ষ্য একটাই—ক্ষমতার ভারসাম্যপূর্ণ, গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো গড়ে তোলা, যেখানে আর কোনো স্বৈরশাসকের আবির্ভাব হবে না। বাংলাদেশ এখন গণতন্ত্র ও ন্যায়বিচারের পথে অবিচল।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।