বৃহঃস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

দেশে ফের ভূমিকম্প, উৎপত্তিস্থল যশোর

স্টাফ রিপোর্টার | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৬:৩১

ছবি: সংগৃহীত

দেশে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৩ দশমিক ৫। উৎপত্তিস্থল যশোরের মনিরামপুর উপজেলা।

শনিবার (২৭ সেপ্টেম্বর) বেলা ২টা ২৭ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র।

এই নিয়ে চলতি সেপ্টেম্বর মাসে দেশে তৃতীয়বারের মতো ভূমিকম্প অনুভূত হলো। এর আগে ১৪ সেপ্টেম্বর ভারতের আসামে ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প এবং ২১ সেপ্টেম্বর সিলেট অঞ্চলে ৪ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। সিলেট বিভাগের সুনামগঞ্জের ছাতক অঞ্চল ছিল ওই ভূমিকম্পের উৎপত্তিস্থল।

ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণাকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রুবাইয়াত কবীর বলেন,

“আজ ৩ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প হয়েছে। এটি নিম্ন মাত্রার ভূমিকম্প। মনিরামপুর এই ভূমিকম্পের উৎপত্তিস্থল।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top