নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হবে: সিইসি নাসির উদ্দিন
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৫

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কমিশন কোনো বেআইনি নির্দেশনা দেবে না। তিনি স্পষ্ট করে জানিয়েছেন, কর্মকর্তারা কোনো দলের পক্ষে কাজ করবেন না।
আজ আগারগাঁও নির্বাচন ভবনে অনুষ্ঠিত ‘নির্বাচন কর্মকর্তা সম্মেলন-২০২৫’-এ সিইসি বলেন, ফেব্রুয়ারিতে একটি ঐতিহাসিক নির্বাচন হবে, যেখানে দৃশ্যমান ও অদৃশ্য চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে।
তিনি আরও বলেন, কমিশনের ওপর প্রধান উপদেষ্টার পূর্ণ আস্থা রয়েছে। তাই, কমিশন অনুরাগ বা বিরাগের ভিত্তিতে নয়, আইন মেনে কাজ করবে।
কর্মকর্তাদের উদ্দেশে তিনি নির্দেশ দিয়েছেন, ‘সঠিক কাজটি সঠিকভাবে করুন। কোনো দলের পক্ষে কাজ করবেন না।’ এছাড়া, অতীতের যেকোনো নির্বাচনের চেয়ে আগামী নির্বাচন চ্যালেঞ্জিং হবে। বিশেষভাবে এআই অপব্যবহার রোধ ও প্রবাসীদের ভোট গ্রহণের বিষয় গুরুত্ব পেয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।