বৃহঃস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

ড. ইউনূসের নেতৃত্বে বাংলাদেশের পাশে বিশ্ব নেতারা

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১৭:৩২

সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে নিউইয়র্কে অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন বিশ্বের প্রভাবশালী রাজনৈতিক নেতারা। তারা বাংলাদেশের পুনর্গঠন ও অর্থনৈতিক অগ্রযাত্রায় পূর্ণ সমর্থন জানিয়েছেন।

উচ্চপর্যায়ের বৈঠকে উপস্থিত ছিলেন লাটভিয়ার সাবেক প্রেসিডেন্ট ভায়রা ভিকে-ফ্রেইবার্গার, স্লোভেনিয়া, সার্বিয়া, গ্রিস, বুলগেরিয়া, ক্রোয়েশিয়া, বসনিয়া-হার্জেগোভিনা ও মরিশাসের সাবেক রাষ্ট্রনেতারা। এছাড়া কমনওয়েলথ ও বিশ্বব্যাংকের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দও ছিলেন।

বৈঠকে বক্তারা ইউনূসের দারিদ্র্য বিমোচনে আজীবন ভূমিকার প্রশংসা করেন এবং জানান, বাংলাদেশ দীর্ঘ ১৬ বছরের দুর্নীতি ও অব্যবস্থাপনার পর নানা চ্যালেঞ্জের মুখে আছে। তারা অন্তর্বর্তী সরকারের পুনর্গঠন ও তরুণ প্রজন্মের স্বপ্ন পূরণে অভিজ্ঞতা ভাগাভাগি করার প্রতিশ্রুতি দেন।

অধ্যাপক ইউনূস বলেন, ‘জনগণ তাৎক্ষণিক পরিবর্তনের আশা করছে। সীমিত সম্পদ থাকা সত্ত্বেও তাদের স্বপ্ন পূরণের চেষ্টা করতে হবে।’



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top