বৃহঃস্পতিবার, ২৩ অক্টোবর ২০২৫, ৮ কার্তিক ১৪৩২

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের সংলাপ শুরু করল ইসি

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর ২০২৫, ১৩:১৪

সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আজ থেকে সংলাপ শুরু করেছে নির্বাচন কমিশন। অক্টোবর জুড়ে চলা এই সংলাপে অংশ নেবেন সুশীল সমাজ, শিক্ষাবিদ, রাজনৈতিক দল, নারী প্রতিনিধি ও নির্বাচন বিশেষজ্ঞরা।

আজ সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত ৩০ জন সুশীল সমাজের প্রতিনিধি এবং দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত ৩৩ জন শিক্ষাবিদের সঙ্গে আলোচনা করছে ইসি।

প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন সংলাপে সভাপতিত্ব করছেন। ইসির অফিসিয়াল ফেসবুক ও ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারও করা হচ্ছে।

কমিশনের পরিকল্পনা অনুযায়ী এক থেকে দেড় মাসের মধ্যে এই সংলাপ শেষ হবে। আর ২০২৬ সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে ভোটের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ডিসেম্বরের শুরুতেই তফসিল ঘোষণা হতে পারে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top